স্কুল খুলে পঠন-পাঠন চালুর দাবিতে ইটাহারে অবস্থান বিক্ষোভ ও গণসাক্ষর আহোরন কর্মসূচি
সংবাদ সারাদিন, ইটাহার: কোভিড বিধি মেনে স্কুল খুলে পঠন পাঠন চালু করার দাবিতে অবস্থান বিক্ষোভ ও গণসাক্ষর আহোরন কর্মসূচি পালিত হল ইটাহারে। মঙ্গলবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফে এবং ইটাহার ব্লক এবিপিটিএ জোনাল কমিটির সহযোগিতায় জেলার সমস্ত ব্লকের পাশাপাশি ইটাহার ব্লকের সদর চৌরাস্তা এলাকায় এদিনের এই অবস্থান ও গণসাক্ষর আহোরন কর্মসূচির … Read more