চুরি করা টোটো বিক্রি করতে এসে হিলিতে ধরা পড়ল দুই চোর, চোরকে বেঁধে মারধর; জনতার হাত থেকে উদ্ধার করল পুলিশ
সংবাদ সারাদিন, হিলি: চুরি করা টোটো বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই চোর৷ বিষয়টি নজরে আসতেই উত্তেজিত জনতা দুই চোরকে বেঁধে উত্তম-মধ্যম দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিলি থানার পুলিশ। পরে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুজনের নাম সজন সরকার(২৪) ও প্রশান্ত দাস(২৫)। বাড়ি বালুরঘাট রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় … Read more