শীতের মরসুমে সুন্দরবনে পর্যটকদের ক্যামেরায় বন্দী বাঘ
সংবাদ সারাদিন, সুন্দরবন: শীতের প্রথম মরসুমে সুন্দরবনের পর্যটকদের ক্যামেরায় বন্দী হল বাঘ। ফলে আনন্দিত পযটকরা।কলকাতা থেকে ২০ জনের দল গত শুক্রবার গদখালি থেকে বোটে উঠে সুন্দরবন ভ্রমণের জন্য।পরের দিন শনিবার সন্ধ্যার মুখে বোট টি যখন জল পথে পীরখালি তিন নম্বর জঙ্গল এলাকা থেকে যাচ্ছিল,সেই সময় একটি বাঘ নদীতে সাঁতার কেটে নদী পেরিয়ে জঙ্গলে ঢুকে যায়।আর … Read more