ফের এক করোনা আক্রান্তের মৃত্যু দ.দিনাজপুরে, নতুন করে আক্রান্ত ৩৩

সংবাদ সারাদিন, বালুরঘাট: ফের করোনায় মৃত এক। এদিন হরিরামপুরের ৬৬ বছর বয়সী এক বৃদ্ধকে বালুরঘাট কোভিড হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।

রবিবার নতুন করে ৩৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৭৫।

এদিকে শনিবার বিকেল পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় ৫৫৪ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিন নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।

জানা গিয়েছে, রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই ৩৩ জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

বালুরঘাটের শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা মোট ১৫ জন, এছাড়া কুমারগঞ্জের ১জন, কুশমণ্ডির ৪ জন, বংশীহারীর ১ জন, তপনের ৩ জন, গঙ্গারামপুরের ৩ জন, হিলির ৫ জন ও হরিরামপুরের ১ জন রয়েছে বলে জানা গিয়েছে।

নতুন আক্রান্তরা বালুরঘাটের মণিমেলা স্কুল পাড়া, গার্লস কলেজ পাড়া, দুর্গাবাড়ি, বাঘা যতীন কলোনী,শান্তি কলোনীর বাসিন্দা। এছাড়া সেন্ট্রাল কো অপেরাটিভ ব্যাঙ্কের এক কর্মীও রয়েছেন আক্রান্তদের তালিকায়।

এছাড়া লালমাটা, খোরনা, ঠাকুরপুরা, হোসেনপুর এলাকার বাসিন্দাও রয়েছেন।

অন্যদিকে হিলির করোনা আক্রান্তরা শ্রীকৃষ্ণপুর, ত্রিমোহিনীর কিসমতদাপটের বাসিন্দা।

গঙ্গারামপুরের পাটন ও সুখদেবপুর দাসপাড়া এলাকাতেও মিলেছে নতুন করে করোনা আক্রান্তের হদিশ।

কুশমণ্ডির নতুন করে করোনা আক্রান্তরা শিবকৃষ্ণপুর , নাহিট, সরাইহাটের বাসিন্দা।

এছাড়া বুনিয়াদপুর, তপনের সাকইর, খদমশোলা, কুমারগঞ্জের বালুপাড়া ও
হরিরামপুরের কানাইপাড়ার বাসিন্দাও রয়েছে।

নতুন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা।

Spread the love