কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণ সহ মোট ৩ দফা দাবিতে বিক্ষোভ-ডেপুটেশন বালুরঘাটে

সংবাদ সারাদিন, বালুরঘাট: কম্পিউটার শিক্ষকদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে বিক্ষোভে সামিল হল ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেইমত শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলের অস্থায়ী কম্পিউটার শিক্ষকরা বালুরঘাট সত্যজিৎ মঞ্চের সামনে থেকে একটি মিছিল বের করে। এরপর মিছিলটি রঘুনাথপুর হয়ে ডিআই অফিসে এসে পৌঁছায় ও সেখানেই বিক্ষোভ প্রদর্শন করেন তার।

মূলত চাকরির স্থায়ীকরণ সহ মোট তিন দফা দাবির ভিত্তিতেই এদিন স্কুল পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক।

এবিষয়ে ওই সংগঠনের সম্পাদক অমিত রজক বলেন, “আমরা দীর্ঘ বছর ধরে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করে আসছি। কম্পিউটার শিক্ষকদের কোন কোম্পানির মাধ্যমে নয়, সরকারি মাধ্যমে নিয়োগ করতে হবে। কম্পিউটার শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তকরণ করতে হবে এবং শিক্ষকদের উপযুক্ত সাম্মানিক প্রদান করতে হবে। সেই দাবিতে আজ আমরা জেলা স্কুল পরিদর্শকের কাছে ডেপুটেশন দিয়েছি। আমাদের দাবি পূরণ না হলে আগামীতে আমরা আরও বড় আন্দোলনে নামব৷”

Spread the love