অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের ১৫ তম বার্ষিক জেলা সম্মেলন

সংবাদ সারাদিন, সুজয় সরকার, বালুরঘাট: করোনা আবহে রবিবার ১৫ আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের ১৫ তম বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। সরকারি বিধিনিষেধ মেনে এদিন জেলা প্রেসক্লাবের সাংবাদিক ভবনের আর্ট গ্যালারি কক্ষে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে জেলা প্রেস ক্লাবের প্রায় ৬৫ জন সদস্য অংশগ্রহণ করেছিলেন।

সম্মেলন কক্ষে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক কারণে প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন সদস্যরা। সম্মেলনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটির ১৭ জন সদস্য মনোনীত হন। এছাড়াও পদাধিকার বলে গঙ্গারামপুর মহকুমা প্রেস ক্লাবে সম্পাদক ও সভাপতি দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটিতে স্থান পান। এর ফলে এবার দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবে ১৯ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এরপর নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা নিজেদের সহমতের ভিত্তিতে জেলা প্রেসক্লাবের নতুন সম্পাদক ও সভাপতি মনোনীত করেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাব সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের নতুন সম্পাদক পবিত্র মহন্ত এবং সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রদীপ পাল। এর আগে এদিন সকালে জেলা প্রেসক্লাবের সাংবাদিক ভবনের সামনে ক্লাবের সদস্যরা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক পদে ছিলেন শংকর কুমার রায় এবং সভাপতি পদে ছিলেন অনুপ রতন মোহান্ত।
নতুন কমিটি আগামী দিনে প্রেস ক্লাবের উন্নয়নে কাজ করবে বলে জানানো হয়েছে৷

এছাড়াও গঙ্গারামপুর মহাকুমার প্রেসক্লাবের নতুন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নীহার বিশ্বাস এবং সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনুপ মন্ডল।

Spread the love