বাল্য বিবাহ রোধ করতে কন্যাশ্রী ক্লাবের পড়ুয়াদের নিয়ে ইটাহারে সচেতনতামূলক শিবিরের আয়োজন

সংবাদ সারাদিন, ইটাহার: বাল্য বিবাহ রোধ করতে কন্যাশ্রী ক্লাবের পড়ুয়াদের নিয়ে বিশেষ সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হল ইটাহারে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলা সিনির উদ্যোগে ও ইটাহার ব্লক প্রশাসনের সহযোগিতায় ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণের সেমিনার কক্ষে এদিনের কর্মসূচির আয়োজন করা হয়।

মূলত, এদিনের সচেতনতা মূলক কর্মসূচির মধ্য দিয়ে উপস্থিত প্রশাসনিক আধিকারিক সহ সিনির সদস্যরা বাল্য বিবাহের বিভিন্ন খারাপ দিক এবং বাল্য বিবাহ যে আইনত অপরাধ সেই সব নানান বিষয় সম্পর্কে পড়ুয়াদের অবগত করতে এদিনের এই বিশেষ সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয় সিনির উদ্যোগে ও ব্লক প্রশাসনের সহযোগিতায় বলে জানা যায়।

আজ ইটাহার উচ্চ বিদ্যালয় ও ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এই শিবির করা হলো আগামী দিনে ব্লকের সমস্ত স্কুলে শিবির করে এই সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হবে বাল্য বিবাহ রোধে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিডিও অমিত বিশ্বাস, সিনির ইউনিট কো-অর্ডিনেটর শুসভোন দাস, সিনির সদস্য জয়েন্ত রায়, প্রসেনজিৎ দে, কন্যাশ্রী তথ্য গ্রাহক বাপন সরকার সহ অন্যান্যরা।

Spread the love