করোনার জেরে ক্যানিংয়ে তিন দিন বন্ধ বাজার

সংবাদ সারাদিন, ক্যানিং: বাড়ছে করোনা সংক্রমণ। তাই করোনা নিয়ন্ত্রণে ক্যানিংয়ের নিকারীঘাটা ও তালদি এই দুই পঞ্চায়েতের বাজার, দোকান পাট তিন দিনের জন্য বন্ধ রাখা হল প্রশাসনের তরফে। লাগাতার করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে এবার ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ও তালদি গ্রাম পঞ্চায়েত এলাকার বাজার, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্যানিং ১ নম্বর ব্লক প্রশাসন। সোমবার থেকে বুধবার পর্যন্ত একটানা তিনদিন বন্ধ রাখা হবে সমস্ত বাজার,দোকানপাট। সেই কারণেই এলাকায় আগে থেকেই মানুষকে সচেতন করা হয়েছে।

উল্লেখ্য ক্যানিং মহকুমা জুড়ে লাগাতার করোনা সংক্রমণ বেড়েছে। এখনও পর্যন্ত ক্যানিং মহকুমায় সক্রিয় করোনা রোগীর সংখা পাঁচশোর বেশি। আক্রান্তদের মধ্যে ১১ জনকেই ক্যানিং স্টেডিয়ামের পাশে কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে। তাই কোনো ভাবেই ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে দেখা যায় নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতে এলাকার সব থেকে বড় বাজার সাতমুখী বাজার ও তালদি বাজার এলাকার সমস্ত দোকানপাট বন্ধ। আর এই ভাবেই এলাকায় করোনার শৃংখল ভাঙার উদ্যোগ প্রশাসনের।

Spread the love