বাজারে এলো ১১০ টন ইলিশ, বিক্রি চলছে পাইকারী দরে

সংবাদ সারাদিন, ডায়মন্ড হারবার: বঙ্গোসাগর থেকে ধরে আনা প্রায় ১১০ টন ইলিশ আজ রাতেই ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের আড়তে পাইকারি দরে বিক্রি চলছে। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের নিলাম হয়েছে কেজি প্রতি ৬০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশের নিলাম হয়েছে কেজি প্রতি ৭০০ টাকা। ১ কেজি ওজনের আশেপাশে ইলিশের নিলাম হয়েছে প্রত্যেক কেজিতে ১২০০ টাকায়। কিন্তু বড় ইলিশের সংখ্যা ছিল একেবারেই হাতে গোনা।

আগে যেমন ইলিশ গোলগাল চেহারার হলেও এবারে ইলিশের চেহারা ছিল একেবারে লম্বাটে। রবিবার সকাল থেকে পাইকারীদের হাত ধরে সেই ইলিশ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়বে। আগামী দিনে ৫০০ গ্রাম ওজনের কম ইলিশ যাতে না ধরা হয়, তার ওপরও নজর রাখা হচ্ছে। মৎস্যজীবীদেরকেও সচেতন করা হচ্ছে।
অন্যদিকে খারাপ আবহাওয়ার সতর্কবার্তা উপেক্ষা করে যাতে কোন ট্রলার গভীর সমুদ্রে না যায়, সে দিকটাও কড়া নজর রাখছে মৎস্য দপ্তর। তবে খারাপ আবহাওয়া কেটে যাওয়ার পর আগামী সপ্তাহে আরও বেশি পরিমাণ ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী মৎস্যজীবী থেকে আড়ত মালিকরা।

Spread the love