বংশীহারীতে টোটোকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যানে ধাক্কা যাত্রীবাহী বাসের, জখম ১৫

সংবাদ সারাদিন, বংশীহারী: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার নারায়ণপুর এলাকায় টোটোকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস গাছে ধাক্কা মারার পর ধাক্কা মারল কাঠ বোঝায় পিকআপ ভ্যানে। ঘটনায় জখম প্রায় ১০-১৫ জন যাত্রী। যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় রসিদপুর গ্রামীন হাসপাতাল থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ৷ পরে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে থানায় নিয়ে আসে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি রায়গঞ্জ থেকে বালুরঘাট যাবার সময় নারায়ণপুর এলাকায় একটি টোটোকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে থাকা একটি গাছে ধাক্কা মারে বাসটি। এরপর কাঠ বোঝায় রায়গঞ্জ গামী পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। সেই সময় যাত্রীবাহী বাসে মোট ২৫ থেকে ৩০ জন বাস-যাত্রী ছিল। তবে তাদের মধ্যে ১০ – ১৫ জন কমবেশি আহত হয়। এমনকি ধাক্কায় এক মহিলা বাস যাত্রী কাঁচ ভেঙে বাইরে পড়ে যান। বিষয়টি নজরে আসতেই এলাকার লোকজন তাদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় রসিদপুর গ্রামীন হাসপাতালে। বাস যাত্রীদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হওয়ায় তাদের রেফার করা হয় গঙ্গারামপুর হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক দুই গাড়ির চালক। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।

Spread the love