ভোট পরবর্তী হিংসার কারণে বালুরঘাটে বিজেপির কার্যালয়ে আশ্রয় নিলেন শতাধিক বিজেপি কর্মী, প্রতিদিন বাড়ছে ঘরছাড়াদের সংখ্যা

সংবাদ সারাদিন, বালুরঘাট: ভোট পরবর্তী হিংসার কারণে ঘর ছাড়া শতাধিক বিজেপি কর্মী সমর্থক। বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিলেন শতাধিক বিজেপি কর্মী সমর্থক। প্রতিদিন ঘরছাড়াদের সংখ্যা বাড়ছে জেলায়৷ বর্তমানে বিজেপির জেলা কার্যালয়ে ১০০ জনের বেশি দলীয় কর্মী সমর্থক আশ্রয় নিয়েছেন। তারা সকলেই শাসক দলের দুষ্কৃতিদের দ্বারা অত্যাচারিত। শুধুমাত্র বিজেপির জেলা কার্যালয়ে নয় অনেকে আশ্রয় নিয়েছেন নিকট আত্মীয়র বাড়িতে। যদিও বিজেপি রাজ্যে ৩৫৫ ধারা জারি করার জন্য এমনটা পরিকল্পনা মাফিক করছে। দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নাটক করছেন এই সব নিয়ে বলেই তৃণমূলের পালটা দাবি।

জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, তপন, কুমারগঞ্জ, বালুরঘাট সহ বিভিন্ন এলাকার বিজেপি কর্মী সমর্থকদের হুমকি ও ভয় দেখানো হচ্ছে। বাড়িতে ভাংচুর চালানো হচ্ছে৷ দেওয়া হচ্ছে প্রাণ নাশের হুমকি। ভোট পরবর্তী হিংসার কারণে জেলার শতাধিক বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে সব জায়গায় জয়ী ও পরাজিত হয়েছে সব জায়গাতেই এই সন্ত্রাস সমান ভাবে চলছে। ঘরছাড়াদের অভিযোগ, স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ প্রসঙ্গে জানালে সবকিছু হয়ে যাওয়ার পর তারা আসছে। ততক্ষণে তো সবকিছু শেষ হয়ে যাবে। তাই প্রাণভয়ে পরিবার সহ বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছেন তারা। তারা আদৌ ঘরে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রতিদিনই ঘর ছাড়া বিজেপি কর্মী-সমর্থকদের সংখ্যা বাড়ছে জেলায়।

Read more

বৃষ্টিতে ভেঙে গেছে মাটির বাড়ি, গৃহহীন আদিবাসী পাড়ায় পরিদর্শনে হরিরামপুর ব্লকের আধিকারিক গন ও প্রধান

সংবাদ সারাদিন, হরিরামপুর: ইয়াস নামক একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু রাজ্য সরকারের দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট ব্যবস্থা নেওয়ার জন্যই বড় ধরনের কোনও সমস্যা সৃষ্টি হয়নি। ইয়াস চলে যাওয়ার পর দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন এক নাগাড়ে বৃষ্টির ফলে বাগিচা পুর গ্রাম পঞ্চায়েতের মোল্লা পুকুর গ্রামের … Read more