একাধিক সাফাইকর্মী সহ দ.দিনাজপুরে নতুন করে করোনা আক্রান্ত ৬০, মোট আক্রান্ত ১৩১৯

সংবাদ সারাদিন, বালুরঘাট: সাফাইকর্মী, বিএসএফ ও পরিবহন কর্মী সহ দক্ষিণ দিনাজপুরে ফের ৬০ জনের শরীরে মিলল করোনার হদিশ।

ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১৯। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪৩ জন। মৃত ৮।

এদিন নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।

জানা গিয়েছে, রবিবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এই ৬০ জনের সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাটের ২৪ জন রয়েছে। তার মধ্যে এ কে গোপালন কলোনীর ৮ জন। তারা বালুরঘাট পুরসভার সাফাইকর্মী। পতিরাম বিএসএফ ক্যাম্পের ১ জন বিএসএফ, ১ জন স্টেট বাস স্ট্যান্ডের তথা সরকারি বাস কর্মী।

এছাড়া শান্তি কলোনী, বেলতলা পার্ক, কলাজপাড়া, ঢাকা কলোনী, ডাকবাংলোপাড়া, নাজিরপুর, খাদিমপুর রবীন্দ্রনগরের ১ জন, খাসপুর বোয়ালদারের ৩ জন ও মঙ্গলপুর হিলি মোড়, মঙ্গলপুর পেট্রোল পাম্প, রথতলা ও উত্তমাশা পল্লীর ১ জন।

বাকি আক্রান্তদের মধ্যে রয়েছে কুমারগঞ্জের ৬ জন,হরিরামপুরের ১৩, বংশীহারীর ৭, কুশমণ্ডির ৫ ও গঙ্গারামপুরের ৫ জন।

নতুন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা।

Spread the love