বর্ষাকালে বাড়ছে সাপের উপদ্রব, তিওড়ে আয়োজন সাপ সমস্যা ও সর্প বিষয়ক সচেতনতা শিবিরের

সংবাদ সারাদিন, হিলি: বর্ষাকালে বৃদ্ধি হয় সাপের উপদ্রব। সাপের উপস্থিতি প্রকাশ্যে আসতেই অচিরেই তার ওপর আঘাত হানছে অসচেতন মানুষ। অত্যাচারের জেরে প্রাণহানী ঘটছে বাস্তুতন্ত্রের অন্যতম জীবের৷ ক্রমশ বিভিন্ন প্রজাতির সাপ বিলুপ্ত হচ্ছে। কার্যত তাতেই উদ্বেগে পরিবেশ প্রেমীরা৷ বৃহস্পতিবার দুপুরে তিওড়ের কৃষক বাজারের উজ্জীবন সোসাইটির ক্যাম্পাসে সাপ সমস্যা ও সর্প বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। … Read more